বিশ্বনাথনিউজ২৪ :: বাংলাদেশ ব্যাংকের অনুমোদনক্রমে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড নতুন বছরের শুরু থেকেই শরিয়াহ ভিত্তিক পূর্ণাঙ্গ ব্যাংকে রূপান্তরিত হওয়ায় ব্যাংকটির বিশ্বনাথ শাখার উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক আজিজুল ইসলামের সঞ্চালনায় মাহফিলের পূর্বে আমন্ত্রিত অতিথি হিসেবে অনুভূতি ব্যক্ত করেন হযরত ওমর ফারুক রা. একাডেমীর প্রিন্সিপাল এইচএম আখতার ফারুক, দক্ষিণ বিশ্বনাথ স্কুল এন্ড কলেজের শিক্ষক মাওলানা আবুল বাশার, আল-মদিনা ফার্মেসীর স্বত্তাধিকারী ডা. শাহনুর হোসাইন, কারিকোনা জামে মসজিদের ইমাম ক্বারী মাওলানা আবদুল মোসাব্বির, লার্নিং পয়েন্টের প্রতিষ্ঠাতা পরিচালক মঈন উদ্দিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, এডুকেয়ার কোচিং সেন্টারের পরিচালক শায়েকুর রহমান।
পরে অনুষ্ঠিত মিলাদ মাহফিল পরিচালনা করেন বিশ্বনাথ পুরান বাজার বায়তুল আমান জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা খাইরুল ইসলাম ও দোয়া পরিচালনা করেন বায়তুন নাজাত জামে মসজিদের ইমাম মাওলানা আলিম উদ্দিন।
অনুষ্ঠানে ব্যাংকের কর্মকর্তা, গ্রাহক, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।