বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে শিক্ষার্থীদের মধ্যে দশঘর ইউনিয়ন প্রগতি ট্রাস্ট ইউকের নগদ বৃত্তি বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ জানুয়ারি) বিকেলে স্থানীয় ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে প্রধান অতিথি হিসেবে এই বৃত্তি বিতরণ করেন সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
ট্রাস্টের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মধু মিয়ার সভাপতিত্বে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দশঘর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি সমছু মিয়া, ট্রাস্টের জয়েন্ট ট্রেজারার নুরুল ইসলাম তুরন, ট্রাস্টী মকন মিয়া ও শিক্ষক নোমান আহমদ।
এসময় দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হোসেন, সহ সভাপতি তজম্মুল আলী, উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য নাজমুল আলম চৌধুরী অপু, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা বদরুল আলম চৌধুরী শিপু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, সংগঠক এনামুল ইসলাম, আনা মিয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।