বিশ্বনাথে অধ্যক্ষের বিরুদ্ধে সহকর্মী শিক্ষকের অভিযোগ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: প্রত্যয়নপত্র না দেওয়ায় সিলেটের বিশ্বনাথের তেলিকোনা এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মো. হোসাইনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেছেন একই প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক এটিএম নুর উদ্দিন। সোমবার (২৮ ডিসেম্বর) তিনি এই অভিযোগ করেন।

লিখিত অভিযোগে এটিএম নুর উদ্দিন উল্লেখ করেন, আমার বিশেষ প্রয়োজনে একটি প্রত্যয়নপত্রের (এমপ্লয়ার সার্টিফিকেট) জন্যে অধ্যক্ষ বরাবরে আবেদন করি। কিন্তু তিনি নানা অজুহাতে আমাকে প্রত্যয়নপত্র দিচ্ছেন না। ফলে আমি চরম হয়রানি ও ক্ষতির শিকার হচ্ছি।

অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বর্ণালী পাল বলেন, অভিযোগটি তদন্ত করার জন্যে উপজেলা মাধ্যমিক কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪