নিজস্ব প্রতিবেদক :: সিলেটের বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, তার স্ত্রী উপজেলার কেরামত আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামিয়া বেগম এবং তাদের দুই পুত্র করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রহমান মুসা।
বর্তমানে চিকিৎসকের পরামর্শে চেয়ারম্যান ছয়ফুল হক, তার স্ত্রী ও সন্তানরা উপজেলার সরুয়ালা গ্রামে নিজ বাড়িতে হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।