বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার পিরের বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়েছে। এজেন্ট রাজিউর রহমান এন্টারপ্রাইজ’র ব্যাবস্থাপনায় রবিবার (২৩ আগস্ট) আনুষ্ঠানিভাবে এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক বিশ্বনাথ শাখার প্রধান ও সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট দুলাল আহমদের সভাপতিত্বে ও ব্যাংকের কর্মকর্তা জাহীর আলমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের সিলেট শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব জোন শিকদার মো. শিহাবউদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক সিলেটের সিনিয়র প্রিন্সিপাল অফিসার জালাল আহমদ, ব্যাংকার মোঃ বেলাল উদ্দীন, এজেন্ট ব্যাকিং কেন্দ্র প্রধান রাজিউর রহমান রাজু, মমতাজ উদ্দিন তামিম, ব্যাবসায়ী মতিউর রহমান, জাহেদুর রহমান, ইলিয়াছুর রহমান, আশরাফ আলী, শুয়াইবুর রহমান, বিশ্বনাথ ক্যামব্রীয়ান স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান শাহীন আহমদ রাজু।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন আবুল হাসান।