বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী রেজিস্ট্রার, বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়নের বড়তলা গ্রামের কৃতি সন্তান ডাঃ সামছুল ইসলাম মনজু করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। হাসপাতালে সাপ্তাহিক ডিউটি পালন সম্পন্ন হলে তার শরীরের নমুনা নেওয়া হয় এবং গতকাল বুধবার রিপোর্ট আসে তিনি করোনা পজেটিভ। বর্তমানে তিনি আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।
ডাঃ সামছুল ইসলাম মনজু ইতিপূর্বে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত রোগীদের সেবায় প্রায় দুই মাস নিয়োজিত ছিলেন। তিনি সুস্থ হয়ে আবারও মানবসেবায় নিয়োজিত হতে সকলের কাছে দোয়া কামনা করেছেন।