Search
Close this search box.

বিশ্বনাথে অফিস সহকারীর আত্মহত্যার প্ররোচণাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ‘আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের’ অফিস সহকারী আসমা শিকদার সিমলার আত্মহত্যার প্ররোচণাকারী ও অপমানকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় বিশ্বনাথ পৌর শহরের বাসিয়া সেতুর উপর প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন শেষে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধন কর্মসূচিতে সভায় বক্তারা বলেছেন, আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি আব্দুর রউফ, সদস্য আনোয়ার মিয়া ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাসিম উদ্দিন কর্তৃক মানসিকভাবে নির্যাতনের শিকার হয়ে নিজের অপমান সহ্য করতে না পারায় আত্মহত্যা করেছেন প্রতিষ্ঠানের অফিস সহকারী আসমা শিকদার সিমলা। তাই সিমলাকে আত্মহত্যার করার প্ররোচণাদাতা ও অপমানকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেয়ার জন্য প্রশাসনের প্রতি জোরদাবী জানান বক্তারা।

এলাকার মুরব্বী হাজী ধন মিয়ার সভাপতিত্বে ও সংগঠক বকুল আহমদের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নিহতের স্বামী ফজলুর রহমান, পুত্র রেদুওয়ান আহমদ রোহান, এলাকার পক্ষে বক্তব্য রাখেন আবদুন নূর, আবুল কালাম, তোতা মিয়া, জালাল মিয়া, ইউনুছ মিয়া, লয়লুছ মিয়া, দবির মিয়া, মকবুল শিকদার, তালকুদার শাহীন আহমদ মেম্বার, ফয়েজ মিয়া, মখলিছ মিয়া, আলতাফুর রহমান, ছোরাব আলী, লিমন মিয়া, তাহিদ শিকদার, আহাদ মিয়া, নূরুল মিয়া, জাবেদ হোসেন, ইকবাল শিকদার, ইসলাম উদ্দিন, দিদার, সুরতান মিয়া, রাশেদ শিকদার, জামাল, জুমন, শামিম, সাইদুর, লিমন, নাজিম, সাজন, খায়রুল, জুনেল, রাসেল, সাইফুল শিকদার, আব্দুল হান্নান, জাহেদ মিয়া, নিজামুল হক, আফিফুল ইসলাম, মখন শিকদার, আমির আলী, সুহেব মিয়া, লোকমান মিয়া, জয়নাল আহমদ, আব্দুস সত্তার, আব্দুল ওয়াছে, জাকির শিকদার, আফজাল শরিফ, মাছুম আহমদ, খালেদ আহমদ ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত