বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিনের তিন মাস বয়সের একমাত্র পুত্র রিফাতের দাফন সম্পন্ন হয়েছে। সোমবার বিকেলে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে বিকেল সাড়ে ৫টায় তেলিকোনা জামে মসজিদ প্রাঙ্গণে মরহুম রিফাতের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে ইমামতি করে তার মামা মাওলানা আবু বকর মুহা. রুহেল। মোনাজাত পরিচালনা করেন তেলিকোনা জামে মসজিদের ইমাম মাওলানা আবদুশ শহীদ। জানাজার নামাজে বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, খাজাঞ্চী ইউনিয়ন বিএনপির আহবায়ক মাওলানা আবুল বশর মো. ফারুক, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, তেলিকোনা আলিম মাদরাসার শিক্ষক মাওলানা আবদুল মোমিন, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাভেল সামাদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মুহিবুর রহমান সুইট, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এম. কয়েস মিয়া, স্থানীয় ইউপি সদস্য আমির উদ্দিন, সংগঠক মুজাহীদ আলীসহ বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
প্রসঙ্গত, রবিবার দিবাগত রাত ২টায় সিলেট নগরীর মা ও শিশু হাসপাতালে পায়ূপথের অপারেশনের সময় মৃত্যুবরণ করে শিশু রিফাত। তার পিতা বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য, ফটো সাংবাদিক নুর উদ্দিন অভিযোগ তুলেন, ডাক্তারের ভুল চিকিৎসায় মারা গেছে তার একমাত্র শিশুপুত্র।