বিশ্বনাথে জানাইয়া ইউনাইটেড আড়িয়া গোষ্ঠির ঈদ উপহার প্রদান

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: করোনাভাইরাসের সংকটময় মুুহুর্তে সিলেটের বিশ্বনাথ উপজেলার জানাইয়া গ্রামের ইউনাইটেড আড়িয়া গোষ্ঠীর প্রবাসীদের পক্ষ থেকে কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারকে নগদ অর্থ উপহার প্রদান করা হয়েছে। শনিবার বিকেলে জানাইয়া বড়বাড়ীতে অর্থ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধন শেষে ইউনাইটেড আড়িয়া গোষ্ঠীর ১৪৬টি পরিবারের ঘরে ঘরে পৌঁছে দেওয়া হয় উপহারের টাকা। প্রত্যেক পরিবারকে নগদ দুই হাজার টাকা করে প্রদান করা হয়।

প্রবীণ মুরব্বি মুজাফ্ফর আলীর সভাপতিত্বে ও সংগঠক মোহাম্মদ শাহজাহানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী আজিজুর রহমান মানিক, মুরব্বি রজিব উল্লাহ, সমুজ মিয়া।

এসময় মুরব্বী মছদ্দর আলী, মনোহর আলী, আজাদুর রহমান, শফিক মিয়া, সড়াই মিয়া, আব্দুল হক, সংগঠক জাকের আহমদ, তফজ্জুল মিয়া, সালেহ আহমদ রাজন, আব্দুস সালাম, জমির আলী, দুলাল মিয়া, মাছুম আহমদ, আখতার উদ্দিন, জাহেদ মিয়া’সহ অনেকেই উপস্থিত ছিলেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪