বিশ্বনাথে ‘আজ আছি, কাল নাই’ সংগঠনের খাদ্যসামগ্রী বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: করোনা ভাইরাসের সংকটময় মুহুর্ত মোকাবেলার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে আমেরিকা প্রবাসীদের সংগঠন ‘আজ আছি, কাল নাই’র পক্ষ থেকে প্রায় শতাধিক কর্মহীন-অসহায় ও দরিদ্র পরিবারের সদস্যদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দেওকলস ইউনিয়নের আলাপুর গ্রামের মরহুম তেরাব আলী খানের বাড়িতে ওই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি ৮ কেজি চাল, ১ কেজি ছানা, ১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ, আধা কেজি লবন ১ লিটার সোয়াবিন তেল ও ১ টি সাবান। এছাড়া আরো ১৮টি পরিবারকে নগদ অর্থসহ ৫০ কেজির ১ বস্থা করে চাল বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সাংবাদিক আশিক আলী, আবদুছ সালাম, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ক ফজল খান, সংগঠক নাজির আহমদ খান, নূর মিয়া ও আলাপুর ইসলামী যুব সংঘের সভাপতি জমির আহমদ খান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪