বিশ্বনাথে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

নিজস্ব প্রতিবেদক :: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মানুষের ঘরে থাকা নিশ্চিত করার লক্ষ্যে সিলেটের বিশ্বনাথে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (৩ এপ্রিল) থেকে উপজেলাজুড়ে টহলও জোরদার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর টহলে যানবাহনসহ জনগণের চলাচলও অনেকটা সীমিত হয়ে এসেছে। চলমান করোনাভাইরাস সংকটে সরকার নানামুখী পদক্ষেপ নেয়। এর মাঝে মানুষের ঘরে থাকা নিশ্চিত করার উদ্যোগ অন্যতম।

শুরুর দিকে বিশ্বনাথে মানুষ তা মানলেও বুধবার হঠাৎ করে তারা রাস্তায় বের হয়ে পড়েন। উপজেলা প্রশাসন ও থানা পুলিশের পক্ষ থেকে বার বার কঠোর বার্তা দেয়া হলেও তারা মানেননি। এ অবস্থায় শুক্রবার থেকে কঠোর অবস্থান নিলে যানবাহন ও জনসাধারণের চলাচল অনেকটাই নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হয়। আজ শনিবার উপজেলা সদরের সড়কগুলো অনেক ফাঁকা রয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪