নিজস্ব প্রতিবেদক :: কুখ্যাত মাদক ব্যবসায়ী মখলিছ আলীকে ১১০ পিছ ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১ হাজার টাকাসহ গ্রেফতার করেছে সিলেটে গোয়েন্দা শাখা (ডিবি-দক্ষিণ)। শনিবার (২৮ মার্চ) রাতে সিলেটের বিশ্বনাথ উপজেলা সদরের পুরাণ বাজার এলাকার হিন্দুপাড়াস্থ মবশ্বির আলীর কলোনী থেকে তাকে গ্রেফতার করে ডিবি।
গ্রেফতারকৃত মখলিছ উপজেলার অলংকারী ইউনিয়নের শিমুলতলা গ্রামের মৃত মজর আলীর পুত্র।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মবশ্বির আলীর কলোনীতে ভাড়াটিয়া হিসেবে বসবাসকারী সিলেট বিভাগের বিভিন্ন থানায় থাকা ১১টি মাদক মামলার আসামী মখলিছ আলীকে ডিবির (দক্ষিণ) ওসি আশীষ কুমার মৈত্রের নেতৃত্বে এসআই সৈয়দ ইমরোজ তারেক, কল্লোল গোস্বামীসহ ডিবির একটি দল গ্রেফতার করে। মামলাগুলো আদালতে চলমান রয়েছে। তার বিরুদ্ধে ডিবির এসআই কল্লোল গোস্বামী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
মাদক ব্যবসায়ী মখলিছ আলীকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।