খাজাঞ্চী ইউনিয়ন ৪র্থ টি-২০ লীগ সম্পন্ন

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ৪র্থ টি-টোয়েন্টি লীগ সম্পন্ন হয়েছে। মঙ্গলবার স্থানীয় খাজাঞ্চী রেলওয়ে স্টেশনের উত্তরের মাঠে লীগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ৬নং ওয়ার্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ৭নং ওয়ার্ড ক্রিকেট ক্লাব। উদ্বোধক হিসেবে ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন। খেলা শেষে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন খাজাঞ্চী একাডেমীর প্রতিষ্ঠাতা আলহাজ্ব আব্দুল হান্নান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাইমিং ফেডারেশনের কার্যকরী সদস্য কবির আহমদ কুব্বার, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও ক্রিকেট লীগের প্রধান পৃষ্ঠপোষক আরশ আলী গনি, খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ট্রেজারার আশরাফ উদ্দিন, খাজাঞ্চী ইউপি নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ আহমদ রাজু, মুহিবুর রহমান সুইট, বিশ্বনাথ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, সাবেক কোষাধ্যক্ষ অসিত রঞ্জন দেব, খাজাঞ্চী স্টেশন স্পোটিং ক্লাবের সভাপতি আফতাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল কাদির বাবুল।

ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি বুরহান উদ্দিন তালুদারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন‌্যান‌্যের মধ‌্যে সংগঠন ফয়ছল মিয়া তালুকদার, মোস্তাক আহমদ মোস্তফা, আবুল বশর, মোজাহিদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এবারের টি-টোয়েন্টি লীগে পুরস্কার প্রদান করেন যুক্তরাজ্য প্রবাসী আশরাফ উদ্দিন, আব্দুল বাছিত রফি, আনোয়ার হোসেন তৈরুছ, বখতিয়ার খান ও মাহমুদুর রহমান মান্না।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪