বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে তিনদিন ধরে সাদিক আহমদ নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। সে উপজেলার লামাকাজি ইউনিয়নের হামজাপুর গ্রামের ইশাদ আলীর পুত্র। এ ব্যাপারে তার পিতা বিশ্বনাথ থানায় সাধারণ ডায়েরী নং (৬৮৪) করেছেন।
ডায়েরী সূত্রে জানা গেছে, সাদিক গত সোমবার (১০ ফেব্রুয়ারী) সকাল ৮টায় বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে আসেনি। সম্ভাব্য অনেকস্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। কোন ব্যক্তি কিশোর সাদিক আহমদের সন্ধান পেলে বিশ্বনাথ থানায় অথবা ০১৭১৯-২৩৪৯১৭ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।