বিশ্বনাথনিউজ২৪ :: নিজের অস্ত্র দিয়ে নিজের বুকে গুলি চালিয়েছেন তপু দেবনাথ নামে সিলেটের বিশ্বনাথ থানার এক কনস্টেবল। সোমবার সন্ধ্যে ৭টায় থানার ভেতরেই এ ঘটনা ঘটে। তপু মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের কাশিনগর গ্রামের তমাল চন্দ্রনাথের পুত্র। বর্তমানে তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।
পুলিশ সূত্র জানায়, থানা ভবনের ছাদের উপরে উঠে তপু দেবনাথ নিজের বুকে নিজেই গুলি চালান। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তপুকে নিয়ে যাওয়া হয় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে ওই হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন।
তবে, এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত ৯টা ১০ মিনিট) কি কারণে বিশ্বনাথ থানার পুলিশ কনস্টেবল তপু দেবনাথ নিজেই নিজের বুকে গুলি চালানেন-তা জানা যায়নি।