বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার মাজারগুলোতে কোন অবস্থাতেই ওরুস বন্ধ করতে দিবেনা ভক্ত-আশেকানরা। সুস্থ-সংস্কৃতি বিকাশে আর বাঁধা দিলে আন্দোলনের ডাক দিবে সংস্কৃতি প্রেমী হাজার হাজার জনতা। শনিবার সন্ধ্যায় বিশ্বনাথ গীতিকার পরিষদ ও বাউল শিল্পী কল্যাণ ট্রাস্ট সিলেটের যৌথ উদ্যোগে আয়োজিত সুশীল সমাজের সাথে মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।
সভায় বক্তারা আরোও বলেন, ওরুসের নামে কোথাও মাদক বা অশ্লীলতা থাকলে তার বিরুদ্ধে আইন-শৃংখলা বাহিনী আইন প্রয়োগ করতে পারে অবশ্যই। কিন্তু কিছু অসাধু মানুষের কারণে উপজেলার বিভিন্ন মাজারগুলো দীর্ঘদিন ধরে চলে আসা ওরুস বন্ধ করা কিসের ইঙ্গিত। যেখানে সিলেট জেলার বিভিন্ন থানায় প্রশাসনের সহযোগীতায় বিভিন্ন মাজারগুলোতে ভক্তিমূলক ও বাউল সঙ্গিতের মাধ্যমে পালন করা হচ্ছে ওরুস।
বিশ্বনাথ গীতিকার পরিষদের সভাপতি ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারীর সভাপতিত্বে ও বাউল শিল্পী কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ফকির ছয়ফুল আলম জালালীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদ, পীর হাবিব উল্লাহ শাহ মাজারের খাদেম ফকির শামছুল ইসলাম তোতা মিয়া, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য নূর উদ্দিন, বিশ্বনাথ গীতিকার পরিষদের সাধারণ সম্পাদক বাউল শিল্পী ভাসানী বারিক, বাউল শিল্পী কল্যাণ ট্রাস্টের সাংস্কৃতিক সম্পাদক বাউল মীর আজাদ।
এসময় উপস্থিত ছিলেন খাদেম শাহ আশিকুল ইসলাম, খাদেম ইনসান আলী, খাদেম একিন আলী, ব্যবসায়ী আব্দুস সোবহান, সংগীত ভক্ত রফিক মিয়া, আব্দুর রব, বাউল শিল্পী কল্যাণ ট্রাস্টের সদস্য নেছার আহমদ, আরশ আলী, আলী আহমদ, আবু তাহের, মুজিবুর রহমান, দিলোয়ার হোসেন, সালিক মিয়া, সিরাজুল ইসলাম, ব্যবসায়ী রফিকুল ইসলাম রাসেল, সাহাব উদ্দিন, রফিক মিয়া, খাদেম শানুর আলী প্রমুখ।