
ওসমানীনগরে সানরাইজ পাবলিক হাইস্কুলে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: ফেব্রুয়ারি - ২ - ২০২০ | ১: ১১ পূর্বাহ্ণ | সংবাদটি 196 বার পঠিত

বালাগঞ্জ সংবাদদাতা :: ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের সানরাইজ পাবলিক হাইস্কুল এন্ড শিশু বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (০১ ফেব্রুয়ারি) বিকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ উপলক্ষে বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ও দোয়া পরিচালনা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহাদ্দিস মাওলানা আব্দুর রহমান কলুমা।
শিক্ষানুরাগী আবু সাঈদ আব্দুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খন্দকার বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল মতিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, শিক্ষানুরাগী ডা. আব্দুল জলিল, সমুজ আলী, আলাউদ্দিন আলাল, শাহ ফয়ছল আহমদ, মজমিল আলী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আব্দুল মুহিত, আব্দুল হক, শাবানা বেগম, রেখা বেগম, সাবিনা বেগম, প্রধান শিক্ষক আব্দুল জলিল হেলু, সাবেক সহকারী প্রধান শিক্ষক হাবিব আলী, বর্তমান সহকারী প্রধান শিক্ষক কবির উদ্দিন, শিক্ষক মো. সাইফুল ইসলাম, মো. সুহাইল আহমদ, মো. সাইদুল ইসলাম, মো. কামরান আহমদ, ভানু বিশ্বাস, হালিমা বেগম, মুন্না বেগম, নিপা বেগম, আজিজা আক্তারসহ শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, আগামী ০৩ ফেব্রুয়ারি থেকে অনুষ্ঠিত চলতি বছরের এসএসসি পরীক্ষায় সানরাইজ পাবলিক হাইস্কুল এন্ড শিশু বিদ্যালয় থেকে ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।

