বিশ্বনাথনিউজ২৪ :: যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা শেখ মো. নেছার আহমদকে বিশ্বনাথ উপজেলা ফুটবল এসোসিয়েশনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সংগঠনের উদ্যোগে শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ সুমন।
এসোসিয়েশনের সভাপতি মাহবুবুর রহমান জুয়েলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আক্তার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শেখ মো. নেছার আহমদ। বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রফিক আলী, যুক্তরাজ্য প্রবাসী মামুন উল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- ব্যবসায়ী নজরুল ইসলাম, ক্রিড়া সংগঠক কাওছার আহমদ বাপ্পি, রাসেল আলী, সেলিম মাহমুদ, হাফিজ খান, আব্দুর রাজ্জাক, বাবরুছ মিয়া, হেলাল মিয়া, আব্দুল কাদির বাবুল, ছাত্রলীগ নেতা রাজু আহমদ খান, জাকির হোসেন প্রমুখ।