বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার তেলিকোনা গ্রামের এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা এটিএম উলিউর রহমানের সহধর্মিনী, তেলিকোনা প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা ও মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি রাবেয়া আক্তার (৬৮) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার দিবাগত রাত ৩টায় সিলেট নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, দুই মেয়ে, নাতী-নাতনী সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ শনিবার সকাল ১১টায় এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদ্রাসা প্রাঙ্গনে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয় এবং জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে ইমামতি করেন মরহুমার নাতি হাফিজ মাহমুদুর রহমান।
জানাযায় সিলেটের হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম মাওলানা জমির উদ্দিন আনছারী, সৎপুর দারুল হাদিস কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু জাফর মুহাম্মদ নোমান, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নিজাম উদ্দিন সিদ্দিকী, সিঙ্গেরকাছ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুবুল ওয়াছে, এলাহাবাদ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ হোসাইন, ভাইস প্রিন্সিপাল মাওলানা মুখলিছুর রহমান, আলহাজ্ব লজ্জতুননেছা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা আবুল বশর মো. ফারুক, এলাকার মুরব্বি আখলিছ আলী, বাদশা মিয়া, শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, চান মিয়া, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, আমির উদ্দিন, সংগঠক মুহিবুর রহমান সুইট সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ অংশগ্রহন করেন।