তাহির আলী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের মধ‌্যে প্রবেশপত্র বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে ২০২০ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের মধ্যে প্রবেশপত্র বিতরণ এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি তছির আলীর সভাপতিত্বে দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য মতিউর রহমান মতি। বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার চৌধুরী, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুক আহমদ, বিদ্যালয় ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য হাজী হিরা মিয়া, সদস্য রফিক মিয়া, আব্দুর রহমান।

সহকারী শিক্ষক মো. আজম আলীর পরিচালনায় শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ১০ম শ্রেণির ছাত্র রাকীবুজ্জামান এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন ও সহকারী শিক্ষক জুয়েল আহমদ। পরীক্ষাদের পক্ষ থেকে বক্তব্য রাখেন মাজেদ আহমদ, শিউলি বেগম, সোহানা বেগম। আলোচনা সভা শেষে দোয়া মাহফিল পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাওলানা খলিলুর রহমান

এসময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান, অজিত কুমার শীল, আব্দুল কুদ্দুস, গোফরান হোসেন, আব্দুল হাই, রাজিয়া বেগম, আছমা বেগম, আহমদ আলী সহ অনেকেই উপস্থিত ছিলেন।

ছাত্র-ছাত্রীর দাবীর প্রেক্ষিতে বিদ্যালয়ে ছাত্রীদের নামাজের একটি কক্ষের ব্যবস্থা করবেন বলে আশ্বস্ত করেন প্রধান অতিথি মতিউর রহমান মতি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪