বিশ্বনাথনিউজ২৪ :: দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা সিলেটের আয়োজনে বিশ্বনাথে সততা সংঘের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে সততা সংঘের এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিতর্কের বিষয় ছিল ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবে দুর্নীতির বিস্তার ঘটে’।
চারিগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রত্যেক ক্লাস থেকে দুটি করে দল নির্ধারিত বিষয়ের পক্ষে-বিপক্ষে বিতর্কে অংশ নেয়। চূড়ান্ত পর্যায়ে ক্লাশ নাইন থেকে অংশ নেয়া বিপক্ষ দল বিজয়ী হয়। বিতর্কের সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক রুবেল আহমদ। বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী আছাব উদ্দিন, প্রধান শিক্ষক কামাল উদ্দিন ও সততা সংঘের সভাপতি সাব্বির আহমদ।