বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার ‘দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজে’ নগদ ৫০ হাজার টাকা অনুদান প্রদান করেছেন যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মোছাঃ শামসুন্নাহার বেগম। শনিবার সকালে বিদ্যালয়ের উন্নয়নের জন্য তিনি ওই অনুদান প্রদান করেন। বিদ্যালয় পরিচালনা কমিটি মোছাঃ শামসুন্নাহার বেগমের সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করেন।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছয়ফুল হক চেয়ারম্যানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক সমীর কান্তি দে’র পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী মোছাঃ শামসুন্নাহার বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজ উন্নয়ন কমিটির সভাপতি আবদুল জলিল রবান, শিক্ষানুরাগী আখলাকুর রহমান, এমদাদুর রহমান, মো. অলি।
সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শংকর কান্তি মন্ডল। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।