বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার নকিখালী বাজারস্থ ‘ভাই ভাই পোল্ট্রি প্রডাক্টসের’ ৯ম বর্ষপূর্তিতে সেমিনার করেছে দি একমি ল্যাবরেটরি লিমিটেড। শনিবার বিকেলে ভাই ভাই পোল্ট্রি প্রডাক্টসের কার্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন দি একমি ল্যাবরেটরি লিমিটেডের আরএসএম হারুন অর-রশীদ।
ভাই ভাই পোল্ট্রি প্রডাক্টসের সত্ত্বাধিকারী ও উপজেলার রামপাশা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার শামীম আহমদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দি একমি ল্যাবরেটরি লিমিটেডের এএম সাইফুর ইসলাম, এমপিও জাহেদুল ইসলাম। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন খামারী মাওলানা ছাদিকুর রহমান।
এসময় সেমিনারে বিভিন্ন খামারের খামারীদের মধ্যে উপস্থিত ছিলেন আজিজুল ইসলাম, নূর ইসলাম, খলিল আহমদ, জুয়েল খান, ফয়ছল আহমদ, সুয়েব আহমদ, মুবিন আহমদ, শাহাবুর রহমান সাজু, লিটন মিয়া, মুহিবুর রহমান, হাবিবুর রহমান, আছকির আলী, মোঃ সেলিম, নাহিদ আহমদ, জাকির আলী, আনোয়ার হোসেন, হায়দার আলী প্রমুখ।