ছাতক সংবাদদাতা :: ছাতকে যুবলীগের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়ছে। মঙ্গলবার বিকেলে উপজেলার দোলারবাজার ইউনিয়ন যুবলীগের উদ্যোগে জাহিদপুর বাজারে দু’শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ উপলক্ষে ইউনিয়ন যুবলীগের সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রহিম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জাউয়াবাজার ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও উত্তর খুরমা ইউপি চেয়ারম্যান বিল্লাল আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দোলারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শায়েস্থা মিয়া, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটির সদস্য তোফায়েল আহমেদ আনা মিয়া। বক্তব্য রাখেন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মুজিব মালদার, ছাতক উপজেলা যুবলীগের সহ সভাপতি বিমান ঘোষ, সাজিদ হোসেন বাবুল মেম্বার, সাংগঠনিক সম্পাদক আরজ আলী, প্রচার সম্পাদক অমতর আলী, তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আঙ্গুর আলম, সহ সম্পাদক আবুল খায়ের মেম্বার, উপ-দপ্তর সম্পাদক লিমন মিয়া, সদস্য খসরু মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুস শহীদ, ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি দিলওয়ার হোসেন জীবন, সাংগঠনিক সম্পাদক কয়েস আহমদ, প্রচার সম্পাদক শেখ সুহেল মিয়া, দপ্তর সম্পাদক মোহাম্মদ আলম, যুবলীগ নেতা সোপল মিয়া, দিলোয়ার হোসেন, দোলারবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শামীম সিকদার, যুগ্ন আহবায়ক সিরাজুল ইসলাম, সুজন মিয়া, ভাতগাও ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন আহমদ, সাধারণ সম্পাদক কয়েছ আহমদ, নোয়ারাই ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হাবিবুর রহমান, ছৈলা আফজলাবাদ ইউনিয়ন যুবলীগ নেতা শামীম আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সদস্য ফয়ছল আহমদ, গুলজার আহমদ, ইউনিয়ন ছাত্রলীগ নেতা ফরহাদ আহমদ, বদরুল, রুমেল, আমিনুল, তাজ উদ্দিন প্রমুখ।
সভায় আওয়ামী লীগ নেতা রফিক উদ্দিন, মোশাহিদ আলী, সমছু মিয়া, ছামির আলী, মাসুক আলী, সুন্দর আলী, মইন উদ্দিন সাধু, তাজ উদ্দিনসহ ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে দোলারবাজার ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি ফয়জুর রহমান মেম্বার ও সাংগঠনিক সম্পাদক সুনুর মিয়াকে সংগঠন থেকে বহিষ্কার করার ঘোষনা দেন উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মুরাদ হোসেন চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক বিল্লাল আহমদ চেয়ারম্যান।