বিশ্বনাথে দুই ওলির মাজারে উরুস শুক্রবার

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: হযরত শাহজালাল (রহ.) অন্যতম সফরসঙ্গী হযরত শাহওলী খন্দকার (রহ.) ও পীরে কামিল হযরত ছমর উদ্দিন আউলিয়ার বার্ষিক উরুস শুক্রবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে পশ্চিম শ্বাসরাম গ্রামস্থ মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বার্ষিক উরুসে দুই ওলীর ভক্ত ও আশেকানরা বুধবার থেকে দেশের বিভিন্ন স্থান থেকে আসা শুরু করেছেন। শুক্রবার সকাল পর্যন্ত আরো ভক্ত-আশেকানরা আসবেন বলে জানাগেছে।

বার্ষিক উরুসে মাজার পরিচালনা কমিটি ইতিমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছেন। কর্মসূচির মধ্যে রয়েছে মাজার জিয়ারত, মিলাদ, দোয়া মাহফিল ও রাত ১০টার পর ভক্তিমূলক গান অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে মাজার পরিচালনা কমিটির সভাপতি মো. কছির আলী বলেন, ইতিমধ্যে সকল প্রস্ততি গ্রহন করা হয়েছে। তিনি সুষ্ঠ ও সুন্দরভাবে দুই ওলীর বার্ষিক উরুস সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪