AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে লন্ডন মহানগর আ.লীগের সভা

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ২৩ - ২০২০ | ১২: ২৫ পূর্বাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন উপলক্ষে আলোচনা সভা করেছে লন্ডন মহানগর আওয়ামীলীগ। গত ১৫ জানুয়ারী বুধবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব নূরুল হক লালা মিয়া।

সাধারণ সম্পাদক আলতাফুর রহমান মোজাহিদ ও য্গ্মু সম্পাদক আজহারুল ইসলাম শীপারের যৌথ পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জালাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নঈম উদ্দিন রিয়াজ, সহ সভাপতি হরমুজ আলী, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সাজ্জাদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী, প্রবাসী বিষয়ক সম্পাদক আনসারুল হক, মহিলা বিষয়ক সম্পাদিকা মেহের নিগার চৌধুরী, ইমিগ্রেশন বিষয়ক সম্পাদক এম এ করিম, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মানবাধিকার বিষয়ক সম্পাদক সারব আলী, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক তারিফ আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক সরুক আলী, সহ দপ্তর সম্পাদক লুতফুর রহমান সায়াদ, লন্ডন মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি আনহার মিয়া, সহ সভাপতি ইলিয়াস মিয়া, আব্দুল আলী রউফ, শফিক আহমদ, যুগ্ম সম্পাদক আফসার খান সাদেক, সাংগঠনিক সম্পাদক আব্দুল হেলাল চৌধুরী সেলিম, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক হান্নান মিয়া, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক ইকবাল এম হোসেন, মানবাধিকার বিষয়ক সম্পাদক শায়েক আহমদ, সদস্য আরফিক আলী, গোলাম কিবরিয়া, আহবাব মিয়া, সৈয়দ তাজির উদ্দিন মান্নান, মজুমদার মিয়া, হাজী ছোয়াব আলী, কবি নজরুল ইসলাম, ধারা মিয়া, সাউথ লন্ডন আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলার শেরোয়ান চৌধুরী, নব নির্বাচিত সাধারণ সম্পাদক নিজামুল ইসলাম নাজিম, ইস্ট লন্ডন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হালিম, নর্থ লন্ডন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহীন চৌধুরী, যুক্তরাজ্য যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক জামাল আহমদ খান, সাংগঠনিক সম্পাদক বাবুল খান, মহিলা লীগের সহ সভাপতি হোসনেয়ারা মতিন, শ্রমীক লীগ সভাপতি শামীম আহমদ, সাধারণ সম্পাদক চন্দন মিয়া, ওয়েস্ট লন্ডন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কাতার যুবলীগের যুগ্ম সম্পাদক ফারুক মিয়া, যুক্তরাজ্য শ্রমীক লীগের সহ সভাপতি আব্দুল বাছিত, লন্ডন মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক সুমন আহমদ, কেন্ট শ্রমীক লীগের সভাপতি আনসার মিয়া।

সভায় বক্তারা বলেন ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর দেশ স্বাধীন হলেও ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার হতে মুক্তি পাওয়ার পর ১০ জানুয়ারি লন্ডন থেকে দিল্লি হয়ে বাংলাদেশে প্রত্যার্বনের মাধ্যমেই দেশের স্বাধীনতা পূর্ণতা লাভ করে।

সভায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী সফল করতে ব্যাপক কর্মসূচি নেয়া হচ্ছে বলে জানানো হয় এবং ব্রিটিশ ও ব্রিটিশ-বাংলাদেশিদের, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও আদর্শ তুলে ধরার উপর গুরুত্ব দেয়া হয়।

আরো সংবাদ