বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে ডাকাতি : আহত ১

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার রামপাশা ইউনিয়নের বিশঘর আনরপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ছালেখ মিয়ার বাড়িতে এঘটনা ঘটে। এসময় ডাকাতদের হামলায় আহত হয়েছেন প্রবাসীর ছোটভাই ছিদ্দেক আলী (২৬)। ডাকাতদল প্রবাসীর ঘরে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

প্রবাসীর ভাই হাফিজ ছাদিকুর রহমান জানান, মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে ১০/১২ জনের মুখোশধারী ডাকাতদল বাড়ির বাউন্ডারির গেইট ও বসতঘরের কলাপসিপল গেইটের তালা এবং দরজা ভেঙ্গে ঘরের ভিতরে প্রবেশ করে। ডাকাতদল প্রবাসীর ভাই ছাদিকুর রহমান ও ছিদ্দেক আলীর হাত-পা-মুখ বেঁধে এবং মা ও বোনকে অস্ত্রের মুুখে জিম্মি করে রান্না ঘরে আটকিয়ে রাখে। এসময় ডাকাতদল ঘরের আলমারিতে থাকা ৪ ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। ডাকাতদলের হামলায় সিদ্দেক আলী আহত হন। খবর পেয়ে রাতেই থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামিম মুসা বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪