আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজে প্রবাসী সংবর্ধিত

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ সংবাদদাতা :: বালাগঞ্জ উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য, যুক্তরাজ্যস্থ কলেজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আহবাবুর রহমান মিরনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার স্বদেশ আগমন উপলক্ষে এ সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তৃতাকালে আহবাবুর রহমান মিরন কলেজের উন্নয়নে প্রবাসীদের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক খলিলুর রহমান।

শিক্ষক রিপন চন্দ্র বর্মণের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিংবডির সদস্য শফিকুল হক চৌধুরী, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জেসমিন বেগম, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, সহ সাধারণ সম্পাদক এমএ কাদির, নাজিমুল মুত্তাকিন খান, শিক্ষক আনোয়ার হোসেন, আফসার উদ্দিন, সালেহ আহমদ, রওশন জাহান মিলা, গউছ উদ্দিন, মাজহারুল ইসলাম, ইকবাল আহমদ, হাসান আহমদ, রুহুল আমিন, ইব্রাহিম মিয়া, মামুদ মোস্তাদি খান, মাসুদা বেগম, হেলাল উদ্দিন প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪