বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ সংবাদদাতা :: বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মোস্তাকুর রহমান মফুর বলেছেন, সরকার জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সরকারের বিভিন্ন কর্মসূচি পালন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকসহ সকল স্তরের স্বাস্থ্যকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি শনিবার (১৮ জানুয়ারি) বিকালে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস.এম শাহরিয়ারের পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বোয়ালজুড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনহার মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এম.এ মতিন, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মামুন আহমদ, ডা. তোফায়েল, মেডিকেল অফিসার (এমসিএইচ) ডা. হামিদা বেগম, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত চন্দ্র দাস ভুলন, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন প্রমুখ।

সভায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে আলোচনা করা হয়।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪