ছাতক সংবাদদাতা :: ছাতকে ছাদ থেকে পড়ে মৃত্যু বরণ করেছে রিয়া বেগম (১৮) নামের এক কলেজ ছাত্রী। সে ছাতক শহরের চরেরবন্দ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী হাজী নিজাম উদ্দিনের কন্যা ও ছাতক সরকারি ডিগ্রি কলেজের ২য় বর্ষের ছাত্রী।
শনিবার বিকেলে নিজ বাড়ির ভবনের ছাদে পায়চারি করার একপর্যায়ে পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হয় রিয়া বেগম। তাকে আশংকাজনকভাবে ছাতক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।