Search
Close this search box.

বিশ্বনাথে জহুরা উসমান খাঁন ইসলামিয়া মাদ্রাসায় প্রবাসীকে সংবর্ধনা

Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী ইউনিয়নের খাজাঞ্চীগাঁও গ্রামস্থ জহুরা উসমান খাঁন ইসলামিয়া মাদ্রাসায় স্বদেশ আগমণ উপলক্ষ্যে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মনিরুজ্জামান খাঁন এবং কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) জহুরা উসমান খাঁন ইসলামিয়া মাদ্রাসায় এবং উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জসিম উদ্দিন খাঁন’র সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সৎপুর কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা শফিকুর রহমান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মনিরুজ্জামান খাঁন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমান, সালুটিকর ডিগ্রি কলেজের প্রভাষক জহিরুল হোসেন জহির, প্রবাসী দৌলত খান বাবুল, উত্তর বিশ্বনাথ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মাওলানা কামরুল হুদা। বক্তব্য রাখেন মাদ্রাসা পরিচালনা কমিটির সহ সভাপতি মানিকুজ্জামান মানিক, দাতা সদস্য আম্বিয়া খানম, গিয়াস উদ্দিন খান পংকি, সংগঠক মোখলিছুর রহমান। শিক্ষক কয়েছ আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষক মাওলানা লায়েক আহমদ ও স্বাগত বক্তব্য রাখেন সুপার মাওলানা নিজাম উদ্দিন।

DSC 1093অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- খুশিদ আলী, ক্বারী মানিক মিয়া, তৈয়ব আলী, আওলাদ খান, ছুরত খান, আনছার আলী, নুরুল ইসলাম, দিছতার খান, কমর খান, ফয়জুল খান, রেজ্জাদুর রহমান, কামাল খান, সেবুল আহমদ, গোলাম রব্বানী, কওছর খান, শিক্ষক হুমায়রা তাসলিম, রুজিনা বেগম, শিউলী বেগম প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত