
বিশ্বনাথে প্রবাসীর বসত ঘরের আগুন নিয়ন্ত্রনে আনলেন সেনা সদস্যরা
বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ১৪ - ২০২০ | ১১: ৫৩ অপরাহ্ণ | সংবাদটি 516 বার পঠিত

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর-সদুরগাঁও গ্রামের আমেরিকা প্রবাসী সৈয়দ আবদুল রাজ্জাকের বসত ঘরে হঠাৎ করে লাগা আগুন নিয়ন্ত্রনে আনলেন বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় আগুন লাগার খবর পেয়ে প্রবাসীর গ্রামের পার্শ্ববর্তী শীতকালীন মহড়ায় থাকা অস্থায়ী ক্যাম্পের সেনা সদস্যরা এই আগুণ নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকান্ডে প্রবাসীর বাড়ির আধাপাকা দালানের তৈরী বসত ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা, প্রবাসী সৈয়দ আবদুল রাজ্জাকের বাড়িতে আগুন লাগার খবর পেয়ে সৈয়দপুর-সদুরগাঁও গ্রামের উত্তর পাশে শীতকালীন মহড়ায় থাকা অস্থায়ী ক্যাম্পের দুই প্লাটুন সেনা সদস্য দ্রুত গতিতে প্রবাসীর বাড়িতে গিয়ে আগুন নেভানোর কাজে যোগ দিয়ে এলাকাবাসীকে সাথে নিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছায়। তবে ফায়ার সার্ভিসের গাড়ি সেখানে পৌঁছার পূর্বেই বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনেন বলে জানিয়েছেন স্থানীয় জনসাধারণ জানিয়েছেন। এতে অল্পের জন্য আশপাশের লোকজনের বসতঘরও আগুনের কবল থেকে রক্ষা পায়। তবে হঠাৎ করে আগুন লাগার কারণ যায়নি।
এব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ সেনাবাহিনীর ১৭ পদাতিক ডিভিশনের এডিএমএস কর্ণেল ওমর রাশেদ মনির বলেন, আগুন লাগার খবর পেয়ে সেখানে দুই প্লাটুন সেনা সদস্যদের পাঠিয়ে আগুন নেবাতে সহযোগীতা করা হয়েছে।

