AM-ACCOUNTANCY-SERVICES-BBB

দেমাসাধ উচ্চ বিদ্যালয়ে অডিটোরিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ১১ - ২০২০ | ১১: ৩৩ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বাংলার রাখার রাজা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনের লক্ষ্যে সরকার এবছরকে মুজিববর্ষ হিসেবে ঘোষণা করেছেন। আর মুজিববর্ষে মানুষকে দ্রুত সময়ের মধ্যে নতুন নতুন সেবা প্রদানের লক্ষ্যে কাজ শুরু করেছে বিভিন্ন অধিদপ্তরগুলো। বঙ্গবন্ধু নিজের ত্যাগ ও যোগ্যতায় মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন যতদিন পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত। আর বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নেতৃত্বে বাঙালীরা পাচ্ছেন নিজেদের সকল পাপ্য অধিকার ও দেশ চলছে উন্নয়নের মহাসড়কে।

তিনি শনিবার দুপুরে সিলেটের বিশ্বনাথে উপজেলা মান্ধারুকাস্থ দেমাসাধ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী হাজী নেছার আলী (লিলু মিয়া) কর্তৃক ‘আলহাজ্ব ইসরাইল আলী ও মাহমদ আলী অডিটোরিয়াম’ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করে প্রতিষ্ঠানের শিক্ষক মোন্তাকিম বিল্লাহ, ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থী নাইমুল ইসলাম, স্বাগত বক্তব্য রাখেন শিক্ষক জুবায়ের আহমদ ও শেষে দোয়া পরিচালনা করেন মাওলানা আবুশ বশর।

বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সমছু মিয়ার সভাপতিত্বে ও শিক্ষক লোকমান হাকিমের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, ইসরাইল আলী হেলথ সেন্টারের পরিচালক প্রবাসী এওর আলী রুনু, দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি তজম্মুল আলী, দেমাসাধ দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হাসান, পরিচালনা কমিটির সদস্য সৈয়দ মাসুদ আলী মেম্বার, জিয়াউর রহমান, দশঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মুহিত চৌধুরী।

এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা নাজমুল আলম চৌধুরী অপু, তৈয়ব আলী, মুরব্বী কাছা মিয়া, আলফু মিয়া, সফর আলী, আবদুল খালিক, ছুটন মিয়া, সংগঠক ফজলু বারী, তারেক আহমদ, নুরুল ইসলাম, ফারুক মিয়া, মুসতাক চৌধুরী, যুবলীগ নেতা কামরুল ইসলাম, হেলাল আহমদ, দশঘর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি খালেদ আহমদ, সাধারণ সম্পাদক দিলাল মিয়া, মহানগর ছাত্রলীগ নেতা শরপ উদ্দিন সৌরভ, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি সেলিম আহমদ, ছাত্রলীগ নেতা আলী আহসান রাজু, শুয়েব তুফাজ্জুল, জাহেদ আহমদ, কামরান আহমদ, রাব্বী মিয়া, সাব্বির আহমদ, শফিকুল ইসলাম, জইন উদ্দিন প্রমুখসহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

আরো সংবাদ