বিশ্বনাথনিউজ২৪ :: জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথের ৬১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও শিশু শিক্ষা প্রদর্শনী সফলের লক্ষ্যে উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে মাদ্রাসা কর্তৃপক্ষ। শনিবার দুপুরে মাদ্রাসার অফিসকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় আল্লামা শায়খ আশরাফ আলী বিশ্বনাথী রহ.-এর স্মৃতিবিজড়িত জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া বিশ্বনাথের আগামী ১৫জানুয়ারী বুধবার অনুষ্ঠিতব্য ৬১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন ও শিশু শিক্ষা প্রদর্শনী সফলের জন্যে বিশ্বনাথবাসী, সাংবাদিকসহ সর্বস্তরের সকলের সহযোগিতা কামনা করা হয়।
মাদ্রাসার প্রিন্সিপাল (মুহতামিম) মাওলানা শিব্বীর আহমদের সভাপতিত্বে ও শিক্ষক হাসান বিন ফাহিমের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল মাওলানা হোসাইন আহমদ, লেখক রুহুল আমিন নগরী।
এসময় উপস্থিত ছিলেন- বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সদস্য নুর উদ্দিন, জামাল মিয়া, আবুল কাশেম, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাভেল সামাদ, সাংবাদিক আক্তার আহমদ শাহেদ, মাদ্রাসার শিক্ষক মাওলানা বিলাল আহমদ প্রমুখ।