বালাগঞ্জ সংবাদদাতা :: বালাগঞ্জ টুরিস্ট ক্লাবের পক্ষ থেকে শীতার্ত শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র প্রদান করা হয়েছে। ক্লাবের সদস্যদের নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) দুপুরে উপজেলার দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজের শীতার্ত ২১জন ছাত্রছাত্রীকে এসব শীতবস্ত্র প্রদান করা হয়। কলেজ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খলিলুর রহমান। সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি ছালিকুর রহমান।
টুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মো. জিল্লুর রহমান জিলুর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এ- কলেজের সহকারী প্রধান শিক্ষক জেসমীন বেগম, শিক্ষক রুহুল আমিন, বালাগঞ্জ টুরিস্ট ক্লাবের কোষাধ্যক্ষ গোলাম মোস্তফা, প্রচার সম্পাদক আমিনুর রহমান তুহেল, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সালেহ আহমদ, সদস্য আব্দুল করিম, জুবের আহমদ, শাহ আলম প্রমুখ।