AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে অটিজম বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ৮ - ২০২০ | ৯: ৪৬ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: ‘রাষ্ট্রীয় আইন মেনে চলি, অটিজম শিশুদের স্কুলে ভর্তি করি’ প্রতিপাদ্য বিষয়ককে সামনে রেখে সিলেটের বিশ্বনাথে দিনব্যাপী অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা (ওয়ার্কশপ) সম্পন্ন হয়েছে। প্রধান অতিথি হিসেবে কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক বর্ণালী পাল।

বুধবার সকাল সাড়ে ৯টায় উপজেলা সদরস্থ হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো-ডেভেলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ (এনডিডি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে ওই কর্মশালার অনুষ্ঠিত হয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেবের সভাপতিত্বে ও হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ সহকারী শিক্ষক সিরাজুল ইসলামের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কর্মশালার প্রশিক্ষক সিলেট সরকারি এমসি বিশ্ববিদ্যালয় ও কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক, বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছয়ফুল হক, রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ, হাজী মফিজ আলী বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা।

আরো সংবাদ