বিশ্বনাথে রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ : আহত ১০

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে বাড়ির রাস্তা নির্মাণ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অনন্ত ১০জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের নরসিংপুর গ্রামের সাজ্জাদ আলী ও আজির উদ্দিন পক্ষের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- আজির উদ্দিন, মহিব আলী, কামরুল ইসলাম, লায়েক আহমদ, শহিদ মিয়া, ইব্রাহিম আলী, লুৎফুর রহমান, হারুন মিয়া। অন্যান্য আহতদের নাম জানা যায়নি। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানাগেছে, নরসিংপুর গ্রামের আজির উদ্দিন ও সাজ্জাদ মিয়ার মধ্যে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। ওই বিরোধের জের ধরে মঙ্গলবার সকালে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে অনন্ত ১০জন আহত হন। এসময় স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এব্যাপারে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪