AM-ACCOUNTANCY-SERVICES-BBB

বিশ্বনাথে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং’র উদ্বোধন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ৫ - ২০২০ | ১০: ০১ অপরাহ্ণ

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জ বাজারস্থ রহমানিয়া সুপার মার্কেটে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রবিবার এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

জনকল্যাণ উচ্চ বিদ্যালয় ও বাজার পরিচালনা কমিটির সভাপতি হাজী সৈয়দ মো. রাজ্জাক আলীর সভাপতিত্বে এবং জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফখরুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক এলাকা পরিচালক শেখ শহিদুল ইসলাম, ডাচ বাংলা ব্যাংক সিলেটের রিজিওনাল ম্যানেজার বিশ্বজিত দেবনাথ, ব্যাবস্থাপক রফিকুল ইসলাম, বিশ্বনাথ শাখার ব্যবস্থাপক সঞ্জিত কুমার, সিলেট শাখার কর্মকর্তা সুকেশ রঞ্জন তালুকদার, বিশ্বনাথের মাস্টার এজেন্ট মুহিবুর রহমান মুহিব, ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিং এর এবিআরও মো. আবু সুফিয়ান, অগ্রণী ব্যাংক কালিগঞ্জ বাজার শাখার ব্যবস্থাপক মো. আব্দুল্লাহ আল-মামুন, রহমানিয়া সুপার মার্কেট স্বত্বাধিকারী হাজী মো. রহমান আলী, বিশ্বনাথ প্রেস ক্লাবের সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সাংবাদিক আশিক আলী, ব্যবসায়ী জাকারিয়া শিকদার, যুবলীগ নেতা শামছুল ইসলাম, বিশ্বনাথ উপজেলা ছাত্রলীগের সভাপতি শীতল বৈদ্য।

সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন তোফায়েল আহমদ টিপু এবং স্বাগত বক্তব্য রাখেন ডাচ বাংলা ব্যাংক কালিগঞ্জ বাজার এজেন্টের ডাইরেক্টর সমীর রঞ্জন দাস ও কাপ্তান মিয়া।

এসময় উপস্থিত ছিলেন- ডাক্তার মনির উদ্দিন, ব্যবসায়ী সৈয়দ মো. শহিদুল ইসলাম, সমাজকর্মী শষাংক বৈদ্য, আব্দুল কাদির, আবুল কালাম, মতিউল ইসলাম, আব্দুল মালিক সুমন, বিকাশ দাস, গৌরাঙ্গ বিশ্বাস, আছকির আলী, মোহিত আহমদ, জুবায়ের আহমদ, তুহিন আহমদ, এনামুল ইসলাম, লোকমান আহমদ, মাছুম আহমদ, মতছির আলী, ময়নুল ইসলাম, সুলেমান আহমদ, শিক্ষক আব্দুল কাদির, সুব্রত ব্যানার্জি, মিজানুর রহমান, কামরুজামান, মোজাহিদ আলী, আব্দুল মোমিন, কবির মিয়া প্রমুখ।

দোয়া পরিচালনা করেন কালিগঞ্জ বাজার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ওবায়দুল হক। সভা শেষে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে ব্যাংকিং এর উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

আরো সংবাদ