বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথে মরহুম হাজী জয়নুল আবেদীন-হাজী আসিয়া পারভীন এর ইছালে সওয়াবে অসহায়-গরীব শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার জানাইয়া গ্রামের হাজী আবুল খয়ের ও ফখরুল ইসলামের বাড়িতে পরিবারবর্গের উদ্যোগে এলাকার প্রায় শতাধিক মানুষের মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মেম্বার ইউনুছ আলী, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের আহবায়ত ফজল খান, বিশ্বনাথ নতুন বাজারের ব্যবসায়ী কুতুব উদ্দিন, খলিলুর রহমান, বিশ্বনাথ উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফখরুল ইসলাম প্রমুখ।