AM-ACCOUNTANCY-SERVICES-BBB

ঐতিহ্যবাহী গহরপুর জামিয়ার ৬৩তম বার্ষিক মাহফিল সম্পন্ন

বিশ্বনাথ নিউজ ২৪ ডট কম :: জানুয়ারি - ৪ - ২০২০ | ১২: ২৫ পূর্বাহ্ণ

মো. জিল্লুর রহমান জিলু, বালাগঞ্জ থেকে :: প্রখ্যাত বুজুর্গ শায়খুল হাদিস আল্লামা নূরউদ্দিন গহরপুর (রহ.)’র স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার ৬৩তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) বিকাল থেকে শুরু হওয়া এ মাহফিল পরদিন শুক্রবার (০৩ জানুয়ারি) বাদ ফজর আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়। মাহফিলে সভাপতিত্ব করেন মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু।

মাহফিলে আখেরিত মোনাজাত পরিচালনা করেন খলিফায়ে গহরপুরী আল্লামা শফিকুল হক সুরইঘাটি। এর আগে বিকালে উদ্বোধনী বয়ান পেশ করেন মাদরাসার শায়খুল হাদিস আল্লামা সা’দ উদ্দিন ভাদেশ্বরী।

মাওলানা সালেহ আহমদ মাক্কীর পরিচালনায় মাহফিলে বয়ান পেশ করেন, মাওলানা আব্দুস শহীদ শাইখে গলমুকাপনী, মাওলানা নূরুল ইসলাম খান সুনামগঞ্জী, দারুল উলুম দেওবন্দের শায়খুল হাদিস আওলাদে রাসূল (সা.) আল্লামা আযহার মাদানী ভারত, মুফতী আবুল হাসান জকিগঞ্জী, তফজ্জুল হক আজিজ ঢাকা, আল্লামা মুহিউল ইসলাম বুরহান, আল্লামা বাহাউল ইসলাম আহসান, জামিয়া ইসলামিয়ার মুহতামিম মাওলানা রেজাউল হক, বিশিষ্ট কলামিস্ট মাওলানা শরীফ মুহাম্মদ, চকবাজার শাহী মসজিদের খতিব মুফতী মিনহাজ উদ্দিন, নাইওরপুল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা নাজমুদ্দিন কাসেমী, আল্লামা আব্দুল হান্নান কাসেমী, আল্লামা আব্দুল মুন্তাকিম, আল্লামা তাহের আহমদ সুনামগঞ্জী প্রমুখ।

মাহফিলে বক্তারা কোরআন ও সুন্নাহর আলোকে জীবন গঠনের আহবান জানিয়ে বলেন, বিশ্বে অশান্তির একমাত্র কারণ ধর্মের প্রতি উদাসিনতা এবং ধর্মবিরোধী কার্যকলাপ। বক্তারা বলেন, মহান আল্লাহপাকের একত্ববাদ এবং বিশ্বনবী (সা.)-এর নীতি, আদর্শকে আকড়ে ধরে শান্তির জীবন এবং পরকালিন মুক্তি অর্জন করতে হবে। বক্তারা বলেন, বর্তমান শিক্ষাব্যবস্থার আধুনিকতার নামে ধর্মহীন পাশ্চাত্য শিক্ষা আমাদের ধ্বংস ডেকে আনছে। তাই, অশান্ত এ পৃথিবীতে মুসলিম উম্মাহ ও বিশ্বশান্তি প্রতিষ্ঠাতায় কওমী মাদরাসা শিক্ষার বিকল্প নেই।

আরো সংবাদ