বিশ্বনাথনিউজ২৪ :: এবারের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় (পিইসি) উপজেলায় পাশের হার শতকরা ৯৫.০২% ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় পাশের হার ৮৯.৮৭%। উপজেলায় প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ৪৪৬২জন শিক্ষার্থী অংশগ্রহন করে এর মধ্যে অকৃতকার্য হয়েছে ২১৯ জন, আর কৃতকার্য শিক্ষার্থীদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২৫৭জন। ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় ৭৫৫ জন অংশগ্রহন করে অকৃতকার্য হয়েছে ৬৮জন।
মঙ্গলবার (৩১ ডিসেম্বর) বেলা আড়াইটায় উপজেলা বিআরডিবি হলরুমে আনুষ্ঠানিকভাবে পিইসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার বর্নালী পাল। এসময় উপজেলা শিক্ষা অফিসার মো. মহিউদ্দিন আহমদ’সহ বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষক ও অভিভাবকবৃন্দ।