বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা পূজা উদযাপন পরিষদের সদ্য প্রয়াত সভাপতি অজিত কুমার পাল স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বিআরডিবি মিলনায়তনে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে শোকসভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা।
সভায় বক্তারা বলেন, অজিত কুমার পাল ছিলেন সর্ব গুণে গুণান্বিত একজন মানুষ। যার ফলে স্বল্প সময়েই তিনি নিজের কর্ম দিয়ে সর্বস্তরের মানুষের হৃদয়ে স্থান করে নিতে পেরে ছিলেন। তার এশূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। তারপরও আমাদের সবাইকে দেশ ও জাতির কল্যাণের জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সমাজের উন্নয়নের জন্য ঐক্যবদ্ধতার কোন বিকল্প নেই।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ সভাপতি সুনিল কান্তি দের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার দাশের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সদস্য কৃপেশ পাল, সিলেট মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দে, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, রামসুন্দর সরকারি অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য নিশি কান্ত পাল, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, সহ সভাপতি রুপক কুমার দে, সাধারণ সম্পাদক সমরেন্দ্র বৈদ্য সমর, যুগ্ম সম্পাদক রুনু কান্ত দে, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার রনজিত ধর রন, উপজেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা জ্যোতির্ময় দে মতি, সাবেক সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি শংকর দাশ শংকু, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু।
সভার শুরুতে গীতাপাঠ করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি দেবব্রত চক্রবর্তী ও স্বাগত বক্তব্য রাখেন স্বগীয় অজিত কুমার পালের বড় ভাই অধির পাল। সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক কাজল মালাকার, সাংগঠনিক সম্পাদক সমীর দে ঝুলন, কোষাধ্যক্ষ কানু রঞ্জন দে, ধর্মীয় প্রতিষ্ঠান সংরক্ষণ সম্পাদক নির্মল সরকার, সদস্য নন্দ লাল বৈদ্য, দেওকলস ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি শশাংঙ্ক বৈদ্য, সাধারণ সম্পাদক নিশি পাল।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক নিখিল পাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ সভাপতি করুণা কান্ত দাশ তালুকদার, যুগ্ম সম্পাদক বিভাংশু গুন বিভু, সহ কোষাধ্যক্ষ নেপাল দেব, দপ্তর সম্পাদক অজয় দেব, গণসংযোগ সম্পাদক সুরঞ্জিত বৈদ্য স্মরণ, সমাজ কল্যাণ সম্পাদক শুভরাজ চন্দ, পূজা সম্পাদক সুমন দেব, সংগঠক অনাথ বৈদ্য, মনিন্দ্র পাল, বাচ্চু ধর, কনক দেবনাথ, সুভাশ পাল শংকর, নন্দ লাল সরকার, জয়ন্ত বৈদ্য, রিপন সাহা রায়, জয়ন্ত দাশ, রঞ্জু মালাকার, অকিল বৈদ্য, বিজয় বৈদ্য, বিদ্যুৎ দাশ, দিপক দাশ প্রমুখ।