বিশ্বনাথনিউজ২৪ :: সুনামগঞ্জের ছাতক থানা হেফাজতে থাকা চল্লিশোর্ধ্ব এক লোকের পরিচয় সনাক্তের জন্য সহযোগিতা চেয়েছে পুলিশ। অজ্ঞাতনামা এই লোকটির পরিচয় দাতাকে উপযুক্ত পুরস্কৃত করা হবে জানিয়েছেন ছাতক থানার এসআই হাবিবুর রহমান পিপিএম।
তিনি জানান, সম্প্রতি এই ব্যক্তিকে সন্ধেহজনক হিসেবে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন জনতা। এরপর তিনি কিছুদিন সুনামগঞ্জ নিরাপদ হেফাজতে ছিলেন। সেখান থেকে সোমবার তাকে ছাতক থানায় নিয়ে আসা হয়। লোকটি মানষিকভাবে অসুস্থ। তিনি কোন কথা বলতে না পারায় তার ঠিকানা জানতে পারছে না পুলিশ। বর্তমানে লোকটিকে থানায় হেফাজতে রাখা হয়েছে। যদি কেহ এই লোকটির পরিচয় পেয়ে থাকেন তাহলে ০১৭১২-১৬৫৪১৩ মোবাইল নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন এসআই হাবিবুর রহমান পিপিএম।