বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার পনাউল্যা বাজারে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা করেছেন মোবাইল কোর্ট। সোমবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলা সহকারী কমিশনার মো. কামরুজ্জামান’র নেতৃত্বে বাজার মনিটরিং ও এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর অলিক গোবিন্দ সরকার ও থানা পুলিশের একটি টিম।
উপজেলা সহকারী কমিশনার মো. কামরুজ্জামান জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে দোকানে মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উত্তীর্ন পণ্য রাখার দায়ে পনাউল্ল্যা বাজারস্থ জাকারিয়া এন্ড কামাল ষ্টোরকে ৫০০০ টাকা, সুমন ভেরাইটিজ ষ্টোরকে ১৫০০ টাকা এবং মালা বিবি ষ্টোরকে ২০০০ টাকা জরিমানা করা হয়। বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে তিনি জানান।