বিশ্বনাথের সীমান্তবর্তি বাংলাবাজারে অগ্নিকান্ডে দোকান ঘরে পুড়ে ছাই

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: বিশ্বনাথ উপজেলার সীমান্তবর্তি ছাতক উপজেলার সোনালী বাংলা বাজারে অগ্নিকান্ডে একটি দোকান ঘরে অগ্নিকান্ডে সংঘটিত হয়েছে। গত বুধবার দিবাগত রাতে সোনালী বাংলা বাজারে ‘আউলিয়া এন্ড শাহরিয়া এন্টারপ্রাইজ’ নামের মুদি দোকানে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে দোকানে থাকা নগদ টাকাসহ মালামাল পুড়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক। খবর পেয়ে ওসমানীনগর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছার আগেই আগুনে পুড়ে যায় দোকান ঘর।

ক্ষতিগ্রস্থ ‘আউলিয়া এন্ড শাহরিয়া এন্টারপ্রাইজ’ মালিক আবদুল ওয়াহিদ মেম্বার জানান, প্রতিদিনের ন্যায় বুধবার রাত আনুমানিক ১২টার দিকে দোকানঘর বন্ধ করে তিনি বাড়িতে চলে যান। রাত ৩টার দিকে হঠাৎ দোকান ঘরে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তাৎক্ষনিক অগ্নিকান্ডের খবর পেয়ে তিনি বাজারে ছুটে যান। ব্যবসায়ী ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকান থাকা সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

পরিকল্পিতভাবে দোকান ঘরে এই অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ করেন আবদুল ওয়াহিদ মেম্বার।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪