বিশ্বনাথে সাক্ষরতা প্রকল্পের ইউনিয়নভিত্তিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো বিশ্বনাথ-এর আয়োজনে মৌলিক সাক্ষরতা প্রকল্পের (৬৪জেলা) ইউনিয়নভিত্তিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত সভায় এ পুরস্কার বিতরণ করা হয়।

মৌলিক সাক্ষরতা প্রকল্পের উপজেলা প্রোগ্রাম অফিসার আল-আমিনের সভাপতিত্বে ও মনিটরিং অফিসার ফারুক আহমদের পরিচালনায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বর্ণালী পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সিলেটের সহকারী পরিচালক নজরুল ইসলাম ভূঁইয়া, বিশ্বনাথ সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া, বিশ্বনাথ প্রেস ক্লাব সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, কোষাধ্যক্ষ পাভেল সামাদ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মৌলিক সাক্ষরতা প্রকল্পের শিক্ষার্থী উপজেলার পালেরচক গ্রামের আনোয়ারা খানম, শেখেরগাঁও গ্রামের মাসুক মিয়া, পালেরচক শিক্ষাকেন্দ্রের শিক্ষক সাবিনা ইয়াসমিন ও দেওকলস ইউনিয়ন সুপারভাইজার রঞ্জিত মালাকার বক্তব্য রাখেন। শুরুতে কোরআন তেলাওয়াত করেন আবদুল্লাহ আবিদ ও গীতা পাঠ করেন সুনীল শুক্ল বৈদ্য।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪