বিজয় দিবসে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশনের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা

Ayas-ali-Advertise
Facebook
Twitter
WhatsApp

বিশ্বনাথনিউজ২৪ :: মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছে বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন। সোমবার সকাল ১১টায় উপজেলার কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে সংগঠনের উদ্যোগে উপজেলার বিভিন্ন প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে ‘৬ষ্ঠ মহান বিজয় দিবস চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় ৩০ ক্ষুদে শিক্ষার্থী অংশগ্রহন করে ১ম স্থান অধিকার করে বিশ্বনাথ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী শ্রেয়া সরকার শশী, ২য় স্থান অর্জন করেন মেরিট কেয়ার স্কুল এন্ড কলেজের তৃতীয় শ্রেণির ছাত্রী অহনা রায় চৌধুরী এবং একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র মাহমুদুল হাসান ৩য় স্থান অর্জন করে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এসোসিয়েশনের উপদেষ্ঠা ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন। সংগঠনের সভাপতি এমদাদ হোসেন নাঈম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পাভেল আহমেদ’র পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের প্যালেন চেয়ারম্যান-১ রফিক হাসান মেম্বার, বঙ্গবন্ধু ফাউন্ডেশন বিশ্বনাথ উপজেলা শাখার আহবায়ক আবুল কালাম আজাদ, বিশ্বনাথ থিয়েটারের সভাপতি আনহার আলী, সাবেক সভাপতি কামাল মুন্না, বিশ্বনাথ উপজেলা ক্রিকেট এসোসিয়েশনের সাবেক সভাপতি শামছুল ইসলাম মোমিন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন- ডেফোডিল এসোসিয়েশনের সহ সাধারণ সম্পাদক বকুল আহমেদ, সাংগঠনিক সম্পাদক সাবেল আহমেদ খান, অর্থ সম্পাদক রাসেল মিয়া, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক শেখ রেদওয়ানুল ইসলাম হৃদয়, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রশিদ, ক্রীড়া সম্পাদক জসিম আহমেদ, সহ ক্রীড়া সম্পাদক কামরান আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মশাহিদ আলী, প্রচার ও প্রকাশনা বিদ্যুৎ দাশ, অফিস সম্পাদক শুভ দেব, কার্যকরী সদস্য নুরুল ইসলাম, শাহজাহান আলী, সিনিয়র সদস্য কাওছার আহমেদ বাপ্পি, তন্ময় দেবরায়, সদস্য আশরাফুল আলম নবেল, ঝুমন আহমেদ প্রমুখ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪