বিশ্বনাথনিউজ২৪ :: মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তান একাত্তরের বীর শহীদদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছে সিলেটের বিশ্বনাথ উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন। সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে সিলেট জেলা পরিষদ সদস্য মাওলানা সহল আল রাজী চৌধুরীর নেতৃত্বে দলের নেতাকর্মীরা এই শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মনোহর আলী, এ কে এম দুলাল, আবুল খায়ের মেম্বার, সুমন আহমদ সুনন, ফিরোজ আলী, জাপা নেতা রুবেল আহমদ আফজাল, আব্দুল বারী মেম্বার, মীর খোকন, নাজিম চৌধুরী, রইছুল ইসলাম, আনোয়ার আলী, প্রদীপ চন্দ্র দেব, মো. কামরুজ্জামান, গোলাম জবদানী, নোমান আহমদ প্রমুখ সহ জাতীয় পার্টি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।