বিশ্বনাথনিউজ২৪ :: ভিন্নধর্মী আয়োজনে সিলেটের বিশ্বনাথের নরসিংপুর সাজ্জাদুর রহমান সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৩টি ইভেন্টে বিভিন্ন ধরণের খেলা অনুষ্ঠিত হয়। খেলা শেষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খালেদ আহমদ রাজুর সভাপতিত্বে ও সংগঠক মারুফ হোসেন ফরহাদের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনেআরা বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী মনোয়ারা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য রীনা বেগম, লুবনা বেগম। শুরুতে ক্বোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ফাতেমাতুজ জহুরা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক হোসনা বেগম, নাছরিন সুলতানা, দ্বীপ্তি চক্রবর্তী প্রমুখ।
অনুষ্ঠানে শ্রেণি কার্যক্রমে আন্তরিকতার জন্যে বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাছরিন সুলতানাকে পুরস্কৃত করা হয়। এছাড়াও সারা বছর শ্রেণিকক্ষ পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্যে পুরস্কৃত করা হয় বিদ্যালয়ের শিক্ষার্থী নাঈম, সাদিক, রিয়াদ, মমতা, নাদিয়া, রুমিকে। অভিভাবকদের মধ্যে বিভিন্ন ইভেন্টে বিজয়ী হন সায়লা বেগম, লুবনা বেগম, মিমি বেগম।