বিশ্বনাথনিউজ২৪ :: সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্বাসরাম রহমান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) বিদ্যালয়ে র্যালী, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. ফরমান আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আব্দুল কাইয়ুম শাকি’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা রফিজ আলীর পুত্র যুক্তরাজ্য প্রবাসী আনহার আলী সানুর। বক্তব্য রাখেন বিদ্যালয় পিটিএ কমিটির সভাপতি মো. কছির আলী, ম্যানেজিং কমিটির সহ সভাপতি তজম্মুল আলী রাজু, সদস্য মোহাম্মদ নূরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লিলি রাণী দে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরব প্রবাসী শাহিন মিয়া, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. মফিক মিয়া, সহকারী শিক্ষক জয়া রাণী ভট্টাচার্য্য, শিল্পী বেগম, তামান্না জাহান, সংগঠক ফখরুল আহমদ সহ শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
আলোচনা সভা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।